নওগাঁর আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষের মুখে হাসি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 16, 2025 - 14:45
 0  3
নওগাঁর আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে নিম্নআয়ের মানুষের মুখে হাসি

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি বাণিজ্যিক সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকি মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী মানুষেরা। বাজারের চড়া মূল্যের ভিড়ে কম দামে পণ্য কিনতে পেরে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পণ্য সংগ্রহের জন্য কার্ডধারীরা সারিবদ্ধভাবে ভিড় জমান।

স্বল্পমূল্যে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করলেও বেশ কয়েকজন ক্রেতা জানান, বর্তমান চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম। তারা তালিকায় ডাল, তেল, চিনির পাশাপাশি আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য যুক্ত করার এবং এই কার্যক্রমটি বছরব্যাপী চালু রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।

এ বিষয়ে ক্রেতা আলহাজ্ব মো: মজিবর রহমান বলেন, "বাজারের চেয়ে অনেক কম দামে টিসিবির পণ্য কিনতে পারছি, যা আমাদের জন্য খুবই উপকারী। তবে চাহিদার তুলনায় পণ্যের পরিমাণ কম হওয়ায় অনেকেই পণ্য পেতে সমস্যায় পড়ছেন। সরবরাহ বাড়ানো হলে আরও বেশি মানুষ উপকৃত হতো।"

শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ জানান, "সরকারের এই উদ্যোগে আমার ইউনিয়নের খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষেরা আজ আনন্দিত। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে।" তিনি এই মহৎ কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, দেশব্যাপী নিম্নআয়ের মানুষের সহায়তার জন্য সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রমের আওতায় নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, সয়াবিন তেল ও চিনির মতো পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow