চরভদ্রাসনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ১০০ খানা কোরআন শরীফ বিতরণ

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 10, 2025 - 22:25
 0  22
চরভদ্রাসনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ১০০ খানা কোরআন শরীফ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ছনের মসজিদ মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে ১০০ খানা কোরআন শরীফ তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বক্তৃতাকালে শহিদুল ইসলাম বাবুল বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের চরিত্র গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। কোরআন শিক্ষার আলোতে শিক্ষার্থীরা নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোরআন শরীফ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ধরনের মহত উদ্যোগ গ্রহণ করায় শহিদুল ইসলাম বাবুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow