ফরিদপুরের আলফাডাঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 26, 2025 - 18:42
Jul 26, 2025 - 18:55
 0  24
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও নেমে এসেছে শোকের ছায়া। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।

গত ২১ জুলাই, সোমবার, উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ৩৫ জন নিহত এবং ১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের একটি বড় অংশই কোমলমতি শিক্ষার্থী। এই ঘটনায় পুরো জাতি স্তব্ধ ও শোকাহত।

এরই প্রেক্ষিতে, শনিবার (২৬ জুলাই) বিকেলে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফরিদপুর-১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, "এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি। দেশ ও জাতির এই সংকটে আমাদের সবাইকে মানবতার পাশে দাঁড়াতে হবে।"

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক  নজরুল ইসলাম,বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলফাডাঙ্গা হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে শোক প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow