বৈষম্যহীন সমাজ বিনির্মাণে লাখো কণ্ঠের বজ্রশপথ: জুলাই পুনর্গঠনে জাগলো ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 26, 2025 - 18:47
 0  1
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে লাখো কণ্ঠের বজ্রশপথ: জুলাই পুনর্গঠনে জাগলো ফরিদপুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরে প্রতিধ্বনিত হলো লাখো কণ্ঠের বজ্রশপথ। শনিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অভূতপূর্ব অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়, যা ভার্চুয়ালি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ।

ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে সমবেত হয়েছিলেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, ছাত্র আন্দোলন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবা মন্ত্রণালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যে মহান উদ্দেশ্যে সাধিত হয়েছিল, তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের সকলের। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে বৈষম্যমুক্ত করে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মাশউদা রহমান।

একই মঞ্চে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

আলোচনা সভার পূর্বে অংশগ্রহণকারীরা ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাদের সম্মিলিত কণ্ঠের শপথ ফরিদপুরের আকাশে-বাতাসে এক নতুন দিনের সূচনা করার দৃঢ় প্রত্যয় ছড়িয়ে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow