কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড — একযোগে ৫ ইউনিট চালু, উৎপাদন ২২০ মেগাওয়াট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রবিবার (২০ জুলাই) রাত ৯টায় এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, রাত ৮টা পর্যন্ত চালু থাকা কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, তৃতীয় ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট এবং চতুর্থ ও পঞ্চম ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “চলতি বছরে এই প্রথমবারের মতো গত ১৪ জুলাই পাঁচটি ইউনিট চালুর পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট উৎপাদিত হয়েছিল। আজ (২০ জুলাই) তা ছাড়িয়ে ২২০ মেগাওয়াটে পৌঁছেছে, যা গত এক বছরে সর্বোচ্চ উৎপাদন।”
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টায় কাপ্তাই লেকে পানির স্তর ছিল ৯৮.৭৮ ফুট মীন সি লেভেল, যেখানে রুল কার্ভ অনুযায়ী এ সময়ের স্তর থাকার কথা ৮৭.০৪ ফুট। লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট।
প্রসঙ্গত, ২৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রে পানির স্বল্পতায় আগে সবকটি ইউনিট একসঙ্গে চালু করা যেত না। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাতে পানির পরিমাণ বাড়ায় ২ জুন থেকে চারটি ইউনিট চালু করা হয়। পরে ৯ জুলাই একযোগে চালু হয় পাঁচটি ইউনিট, সেদিন উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট। এরপর ১৪ জুলাই উৎপাদন হয় ২১৮ মেগাওয়াট। এবার তা পেরিয়ে হলো ২২০ মেগাওয়াট।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা জানিয়েছেন, উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
What's Your Reaction?






