১০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, গঠিত হলো ‘আলীকদম উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট’

আলীকদমে আজকের দিনটি হয়ে থাকলো এক গর্বের দিন। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো গঠিত হয়েছে ‘আলীকদম উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট’। উদ্বোধনী দিনে এই ট্রাস্ট থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হলো শিক্ষাবৃত্তি।
এটি কেবল অর্থ সহায়তা নয় - এটি এক দৃঢ় বার্তা, যে মেধা ও পরিশ্রম কখনো হারিয়ে যায় না, যদি পাশে থাকে সদিচ্ছা আর মানবিকতার ছায়া।
আলীকদমের শিক্ষাক্ষেত্রে এই যুগান্তকারী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মুমিনকে, যাঁর আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শিতা হয়ে থাকবে আলীকদমবাসীর অনুপ্রেরণার উৎস।
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন ট্রাস্টের জন্য।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে যে আত্মবিশ্বাসের দীপ্তি দেখা গেছে—তা-ই আলীকদমের আগামীর শক্তি হয়ে উঠুক, এই প্রত্যাশা।
আসুন, সবাই মিলে শিক্ষার জন্য কাজ করি, এই ট্রাস্টকে আরও শক্তিশালী করি। আলীকদম হয়ে উঠুক শিক্ষা, স্বপ্ন আর সম্ভাবনার বাতিঘর।
What's Your Reaction?






