গোপালগঞ্জে সংঘর্ষের পর সারাদেশে ব্লকেডের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর হামলা এবং এর জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষণায় বলা হয়, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘর্ষের মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামসহ অন্য নেতারা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
What's Your Reaction?






