রাঙ্গামাটির কাপ্তাইয়ে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
“জুলাইয়ের আন্দোলন শুধু আবেগ নয়— এটা ছিল আমাদের প্রেরণার উৎস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষালয়”— কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলি রুদ্রের সভাপতিত্বে এবং সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আবু সাঈদসহ ছাত্র-জনতা যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয়— তা বাঙালি জাতির জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা। তাঁরা আরও বলেন, এই আন্দোলন ছিল জাতির গণজাগরণের এক মহাকাব্য, যা আজও অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায়।
সভায় বক্তব্য রাখেন— রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার তদন্ত কর্মকর্তা মো. অলি উল্লাহ, এনজিও প্রতিনিধি বিজয় মারমা এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীন বড়ুয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে— এটাই জুলাই আন্দোলনের শিক্ষা।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ