নাসিরনগরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার খান, শহীদ হাফেজ ইমরানের পিতা মোহাম্মদ ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক বি.এম. গিয়াস উদ্দিন, আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামসহ শহীদ ও আহতদের স্বজনরা।
আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সবশেষে, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।
What's Your Reaction?






