শ্রীনগরে কথিত মাদক ব্যবসায়ীর গুলিতে কাঠমিস্ত্রি গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কথিত মাদক ব্যবসায়ীর ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন শান্ত রাজবংশী (২৩) নামে এক কাঠমিস্ত্রি। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘড়া বাজার সংলগ্ন এক কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন শান্ত। এ সময় পশ্চিম বাঘড়া এলাকার কথিত মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন (১৮) পিস্তল হাতে সেখানে এসে ভয়ভীতি দেখাতে থাকে। শান্ত পিস্তলটি আসল কিনা জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে দেয়, যা সরাসরি শান্তর পায়ে লাগে।
ঘটনার পর পাশে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) হতবিহ্বল হয়ে পড়েন। পরে ইয়াছিন নিজেই গুলিবিদ্ধ শান্তকে ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে শান্তর পা থেকে গুলি বের করা হয়।
স্থানীয়দের দাবি, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও গত দুই বছর ধরে সে এলাকায় কুখ্যাত জসিম বাহিনীর হয়ে মাদক ব্যবসায় যুক্ত রয়েছে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
What's Your Reaction?






