ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনার ৫ ডাকাত সদস্য গ্রেফতার 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 7, 2025 - 18:39
 0  21
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনার ৫ ডাকাত সদস্য গ্রেফতার 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে গভীর রাতে ডাকাতি চেষ্টার ঘটনায় পাঁচ আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও দেখে তাদের সনাক্ত করে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে বুধবার (৭ মে) দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন পটুয়াখালী জেলার ফজর আলীর ছেলে মো: কামাল (সিএনজি কামাল), খলিল সরদারের ছেলে ইসমাঈল সরদার, শাহ আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা, মাদারীপুর জেলার কাঞ্চন বেপারীর ছেলে রমজান বেপারী এবং সারোয়ার হোসেনের ছেলে লিমন মাতব্বর। তারা দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া বাসায় থেকে এক্সপ্রেসওয়েতে ডাকাতি করত।

বুধবার (৭ মে) বিকালে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার জানান, ডাকাতদের বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে এবং তারা পেশাদার ডাকাত। পুলিশ অন্য এক ডাকাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

এছাড়া, ৫ মে সোমবার দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। গাড়ির ড্যাশ ক্যামেরায় সেই সময়ের দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, ডাকাতরা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ছনের আটি ফেলে রাস্তা ব্লক করে। তবে গাড়ি চালকের দক্ষতায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়।

চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ঘটনার প্রতি জনগণের নজর আকর্ষণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow