ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক ৩ দুর্ঘটনায় আহত-২০
ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
এসব দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে এ দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনার স্থানগুলো হলো, শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্টপেজের সামনে ও ছনবাড়ী ব্রিজের ওপর এবং লৌহজং উপজেলার খানাবাড়ি চৌরাস্তার ওজোন স্টেশনের সামনে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত দেড়টার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির একটি বাস ব্রীজে ওঠার সময় সামনে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এর পরপরই বাসটির পেছনে থাকা আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মোট তিনটি যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ