২০ লাখ টাকা ব্যয়ে শ্রীনগর বাজারের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু
দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে অবশেষে শুরু হলো মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারের প্রধান সড়ক ‘কবুতরহাটা’র নির্মাণ কাজ। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন শ্রীনগর প্লাজা ব্রিজ সংলগ্ন এলাকায় এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা যায়, শ্রীনগর প্লাজা ব্রিজ থেকে কবুতর হাট পর্যন্ত প্রায় ১৭০ মিটার দীর্ঘ এই সড়কটি আরসিসি ঢালাই দিয়ে নতুন করে নির্মাণ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, সড়কটি দীর্ঘ দিন চলাচলের অনুপযোগী থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। সংস্কার কাজ শুরু হওয়ায় তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ সময় এলজিইডি প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ