মুন্সীগঞ্জে বিএনপির মনোনয়নবঞ্চিত মহিউদ্দিনের অনুসারীদের মুক্তারপুর সেতু অবরোধ
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের অনুসারীরা শুক্রবার বিকেল থেকে মুক্তারপুর সেতু অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বিকেল ৪টার দিকে তারা মুক্তারপুর–পঞ্চবটী সড়কের মুক্তারপুর সেতুর ঢালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ একপর্যায়ে বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বিএনপির ঘোষিত মনোনয়ন প্রত্যাখ্যান করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ–৩ আসনে দলের মনোনয়ন ঘোষণা করেন। এতে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়। ঘোষণার পর থেকেই মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে মাঠে নামেন।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ