ফরিদপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণসমাবেশ
নারীর অধিকার নিশ্চিতকরণ, অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়ন এবং নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের শোমসপুরে গণসমাবেশ, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোমসপুর বাজার থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে পুনরায় সমাবেশস্থলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
‘স্ববল প্রকল্প (SWABOL Project)’–এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্র্যাফট এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে আয়োজিত এ সমাবেশে কয়েক শ’ নারী উপকারভোগী অংশগ্রহণ করেন। উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাগরী বেগমের সভাপতিত্বে এবং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর (ফরিদপুর অঞ্চল) মোঃ মোখলেসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ট্রেইডক্র্যাফট এক্সচেঞ্জের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরীন স্নিগ্ধা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম. এ. নাহার, সমবায় কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুল রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আকরামুল কবির এবং কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থার বৈষম্য দূর করা সময়ের দাবি। পাশাপাশি সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবার ও সমাজকে একযোগে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে স্থানীয় কৃষক, নারী, তরুণসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে কৃষি উন্নয়ন, পারিবারিক সহিংসতা, নারী অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে ৩০০ অংশগ্রহণকারীর মাঝে সচেতনতা উপকরণ বিতরণ করা হয়।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ