শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই খুনি গ্রেফতার

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jul 16, 2025 - 13:03
 0  1
শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় হত্যা : ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই খুনি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মমভাবে খুন হন আখাউড়ার কলেজছাত্র হৃদয় আহমেদ ইয়াছিন (১৭)। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) কিশোরগঞ্জের কাজল মিয়া (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম (২১) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অনলাইন জুয়ায় আসক্ত হৃদয় বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া টাকার বিরোধে প্রাণ হারান। গত ৭ জুলাই শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান থেকে গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে, গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে মরদেহ গাছের নিচে ফেলে রেখে পালিয়ে যায় তারা। হৃদয়ের ব্যবহৃত মোবাইল মাত্র ২৫০ টাকায় বিক্রি করে আত্মগোপন করে।

জেলা পুলিশ তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow