আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী যুবলীগ সদস্য গণধোলাইয়ে

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন রত্নপুর ইউনিয়নের যুবলীগ সদস্য রিপন মীর। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের এসআই নূর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। অপর দুই সহযোগী পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে, যখন রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) এলাকায় ভ্যান থামিয়ে পুলিশ পরিচয় দেয়ার মাধ্যমে রিপন মীর ও তার সহযোগীরা জয় বিশ্বাসের কাছ থেকে ২১ হাজার ১ শত টাকা এবং ১ লাখ টাকার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করেন।
জয় বিশ্বাসের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিপন মীর পালানোর চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়। এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
এসআই নূর মোহাম্মদ বলেন, ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তবে জানা গেছে, রিপন মীরের বিরুদ্ধে আগেও পুলিশ পরিচয়ে ছিনতাই, জিম্মি করার অভিযোগ এবং একাধিক মাদক মামলা রয়েছে। গত ১০ জুলাই ভোর রাতে তিনি বাইপাস সড়কে দুই মৎস্য ব্যবসায়ীকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনতাই করেন। এছাড়াও ১৩ জুলাই সকালে বিল্বগ্রাম সড়কে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
অপর দুই সহযোগী এখনো গ্রেফতার হয়নি বলে পুলিশ জানায়।
What's Your Reaction?






