শহীদ আবু সাঈদের আত্মত্যাগের দিনে মেরিটাইম ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের আত্মত্যাগের দিনে তাঁর স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (১৬ জুলাই) পল্লবীর অস্থায়ী ক্যাম্পাস মেঘনা ভবনের মসজিদে যোহরের নামাজ শেষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী ও ছাত্রলীগের নেতৃত্বে চালানো বর্বর হামলায় শহীদ হওয়া সকল শহীদের মাগফিরাত কামনায় মুসল্লিদের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






