হাদি হত্যার বিচার ও ৪ দফা দাবিতে শাহবাগ অবরুদ্ধ

অনলাইন ডেস্কঃ
Dec 29, 2025 - 16:33
 0  1
হাদি হত্যার বিচার ও ৪ দফা দাবিতে শাহবাগ অবরুদ্ধ
ছবি : সংগৃহিত

শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। ‘ইনকিলাব মঞ্চ’-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

যদিও কর্মসূচি শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা, তবে বেলা ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। শুরুতে সড়কের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিলেও নির্ধারিত সময়ের পরপরই তাঁরা শাহবাগ মোড়ের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

হাদি হত্যার প্রতিবাদে গত শুক্রবার থেকেই ইনকিলাব মঞ্চ শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশগ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় গত রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালন করে সংগঠনটি।

রোববার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবি ঘোষণা করা হয়। সোমবারের অবরোধ কর্মসূচি থেকে এসব দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনের নেতারা।

ইনকিলাব মঞ্চের ৪ দফা দাবিগুলো হলো:

১. দ্রুত বিচার নিশ্চিতকরণ: হাদি হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত—পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সাহায্যকারী ও আশ্রয়দাতাসহ পুরো অপরাধী চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

২. ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল: বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) অবিলম্বে বাতিল করতে হবে।

৩. আন্তর্জাতিক আদালতে মামলার হুঁশিয়ারি: ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. প্রশাসনের সংস্কার: সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow