রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ
Oct 25, 2025 - 15:22
 0  2
রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার 'বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের' ৬ষ্ঠ তলায় অবস্থিত 'বিউটি ফ্যাশন' নামক একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) আনুমানিক ১০টায় এই আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা সম্পূর্ণ ফ্লোরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের সদস্যরাও অগ্নি নির্বাপণ ও উদ্ধার অভিযানে যোগ দেন। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যদের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আবারও প্রমাণ করলো যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেকোনো বিপর্যয় মোকাবেলা করা সম্ভব। পাশাপাশি, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow