মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বান্দরবানে খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 25, 2025 - 15:26
 0  4
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বান্দরবানে খ্রিস্টান সম্প্রদায়ের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করা হচ্ছে।এমন ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে বান্দরবানে মানববন্ধন করেছে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়। শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে "সর্বস্তরের খ্রিস্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা"-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন গির্জার যাজক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক এবং নানা শিক্ষাপ্রতিষ্ঠানের খ্রিস্টান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জার লম বমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতা জন ত্রিপুরা ও ধীরেন্দ্র ত্রিপুরা এবং খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমি।

বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে "পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে" এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তারা আরও বলেন, এই ধরনের মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি ঘৃণা, বিভাজন এবং অবিশ্বাস তৈরি করছে।

বক্তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow