পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে “জোরপূর্বক ধর্মান্তর ও খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার” মতো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন গির্জার যাজক, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী এবং ত্রিপুরা, বম ও খুমীসহ বিভিন্ন সম্প্রদায়ের খ্রিষ্টান নাগরিকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে” এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা বলেন, এ ধরনের অপপ্রচার পার্বত্য অঞ্চলে বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি ঘৃণা, বিভেদ ও অবিশ্বাস সৃষ্টি করছে। বক্তারা এ ধরনের প্রচারণা বন্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের খ্রিষ্টান সম্প্রদায় সর্বদা দেশপ্রেমিক এবং বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজার লম বমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, লেলুং খুমী এবং দীনেন্দ্র ত্রিপুরা। কর্মসূচিতে ঐতিহ্যবাহী পোশাক পরে নারীরাও অংশ নেন এবং তাদের হাতে "পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করুন" লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
What's Your Reaction?
শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি