মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 25, 2025 - 20:37
 0  4
মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট সাতটি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

সভাপতি পদে আবু সাঈদ দেওয়ান সৌরভ ১৪টি ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পান ১০টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনিসুর রহমান রলিন।

বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা কে. এম. সাইফুল্লাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গণে ফলাফল ঘোষণা করেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক মো. লিটন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান। কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় যৌথভাবে নির্বাচিত হয়েছেন সুমন হোসেন ও সালমান হাসান।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে বরণ করেন সহকর্মী সাংবাদিকরা। পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহানসহ সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow