সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 25, 2025 - 19:42
 0  5
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরকান্দা উপজেলার তালমা বাজারে অবস্থিত মাওলানা সোহরাব হোসেনের নির্বাচনী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন ও মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মোশারফ মাসুদ, দপ্তর সম্পাদক মো. লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. জাকির হোসেন, এমকিউ হোসাইন বুলবুল ও মো. শরিফুল হাসানের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোহরাব হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সেক্রেটারি বিএম মাওলানা ফজলুর রহমান, তালমা ইউনিয়ন সভাপতি মো. এনায়েত হোসেন, সালথা উপজেলা জামায়াত নেতা মো. ওয়ালিউজ্জামান, মো. লিয়াকত হোসেন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সোহরাব হোসেন নবনির্বাচিত সাংবাদিকদের অভিনন্দন জানান এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবুল ফজল মুরাদ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সালথার উন্নয়নে ভূমিকা রাখবে।
অন্যদিকে প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যরাও সংবর্ধনা ও সম্মাননা প্রদানের জন্য জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow