ইউএনও'র মানবিক ছোঁয়ায় খুশির জোয়ার, নতুন ছাতা-জার্সিতে হাসছে আলফাডাঙ্গার শৈশব

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 9, 2025 - 22:32
 0  9
ইউএনও'র মানবিক ছোঁয়ায় খুশির জোয়ার, নতুন ছাতা-জার্সিতে হাসছে আলফাডাঙ্গার শৈশব

হাতে নতুন ছাতা, গায়ে রঙিন জার্সি, আর সঙ্গে খাতা-কলম। অপ্রত্যাশিত এমন উপহার পেয়ে আনন্দের ঝিলিক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চোখে-মুখে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের মুখে অমলিন হাসি ফোটাতে এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে তিনি নিজ হাতে শিশুদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন। বৃষ্টি থেকে বাঁচতে ছাতা, পড়াশোনাকে এগিয়ে নিতে খাতা-কলম আর খেলার মাঠে উৎসাহ জোগাতে জার্সি পেয়ে মুহূর্তেই বিদ্যালয় প্রাঙ্গণটি শিশুদের কলকাকলিতে এক আনন্দমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও রাসেল ইকবাল শিক্ষার্থীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ইউএনও স্যারের এই মহৎ কাজ আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা এবং খেলাধুলায় আরও উৎসাহিত করবে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।"

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, "শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা সবসময় সচেষ্ট। আজকের এই আয়োজন তারই একটি অংশ।"

উপহার বিতরণ শেষে ইউএনও রাসেল ইকবাল তার বক্তব্যে বলেন, "শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও যে কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝাতেই এই জার্সিগুলো দেওয়া হয়েছে।" তিনি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সমানভাবে মন দিতে উৎসাহিত করেন।

উপহার সামগ্রী পেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহিম জানায়, "আমি নতুন কলম, খাতা ও জার্সি পেয়ে খুব খুশি। এখন লিখতে ও খেলতে অনেক মজা হবে।" চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রোজিনা বলে, "আমার ছাতা ছিল না, বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে হতো। এখন আর ভিজতে হবে না। ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ।" আরেক শিক্ষার্থী জানায়, "নতুন জার্সি পেয়ে আমার খেলার আগ্রহ বেড়ে গেছে। আমি বড় হয়ে ভালো খেলোয়াড় হতে চাই।"

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ইউএনও রাসেল ইকবালকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। উপহারের এই আনন্দঘন মুহূর্তগুলো শিক্ষার্থীদের মনে এক বিশেষ দাগ কেটেছে, যা তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow