সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা জিতলো সদরপুর ইউনিয়ন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Sep 10, 2025 - 11:46
 0  2
সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা জিতলো সদরপুর ইউনিয়ন

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে ভাষাণচর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ শিরোপা অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মোল্যা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, "ইউনিয়ন থেকে খেলোয়াড় তৈরী হোক এবং জাতীয় দলে আমাদের অংশগ্রহণ বাড়ুক, ফরিদপুরের প্রতিনিধিত্ব বাড়ুক।" তিনি আরও যোগ করেন যে, ফুটবলের নিয়ম মেনে খেললে একটি সুন্দর খেলা উপহার দেওয়া সম্ভব।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow