জমকালো আয়োজনে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 21, 2025 - 16:34
Sep 21, 2025 - 18:04
 0  36
জমকালো আয়োজনে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ

নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ। তারুণ্যের উচ্ছ্বাস আর আগামীর স্বপ্নকে স্বাগত জানিয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও অভিভাবক সমাবেশ। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় একাদশ শ্রেণির নতুন মুখদের। এই আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাস সেজেছিল উৎসবের রঙে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক মিলনমেলার সৃষ্টি করে।

কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান  আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চ আলোকিত করেন কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে ডা. মাফরুহা রহমান নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “তোমরা যারা আজ এই কলেজে পদার্পণ করেছ, তারা শুধু শিক্ষার্থী নও, তোমরাই এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। তোমাদের মেধা ও কঠোর পরিশ্রম এই কলেজকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব সমাপনী বক্তব্যে তিনি কলেজের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, “আমরা কেবল পাঠ্যসূচি সম্পন্ন করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক এবং মানবিক গুণাবলীর বিকাশেও সমানভাবে গুরুত্ব প্রদান করি।” তিনি নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানিয়ে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক খান মারুফ সামদানি এবং সহকারী অধ্যাপক নিখিল কুমার কুন্ডু। এছাড়াও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ কাজী শরিফুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মোনায়েম খান,কলেজ গভর্নিং বডির  সদস্য হোসনেয়ারা ইসলাম, মোঃ রিপন খান, মোঃ শওকত হোসেন, মোঃ কামাল হোসেনসহ অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন ও সহ-অধ্যাপক এ কে এম আরিফুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে পূর্ণতা দেয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দের আবহ তৈরি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow