ফরিদপুরে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন ও স্মারকলিপি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 30, 2025 - 17:04
 0  2
ফরিদপুরে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন ও স্মারকলিপি

বিদ্যুৎ সংযোগের কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির সাথে বর্তমান রেট শিডিউলের অসামঞ্জস্যের অভিযোগ তুলে পুরাতন রেট শিডিউল বাতিলপূর্বক নতুনভাবে ৮০ শতাংশ বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন পল্লী বিদ্যুতের মিনি ঠিকাদাররা। এই দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি, ফরিদপুর জোন।

বুধবার (৩০ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে শহরের ঝিলটুলিস্থ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই জোরালো কর্মসূচি পালন করা হয়। সংগঠনের ফরিদপুর জোনের সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি এনায়েত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, "দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান রেট শিডিউলে কাজ করে ঠিকাদাররা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাভ তো দূরের কথা, আসল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।"

তারা অবিলম্বে এই লোকসানি পুরাতন শিডিউল বাতিল করে বাস্তবতার নিরিখে ৮০ শতাংশ বৃদ্ধির জোর দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি, এমনকি কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদুর রহমানের কাছে তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে। এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow