নগরকান্দায় আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
উপজেলা কালবের ব্যবস্থাপক মুন্না বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিলগোবিন্দপুর পানি ব্যবস্থাপনা লিমিটেডের সহসভাপতি শাজাহান সরদার, তালমা ইউনিয়ন কালবের সভাপতি সিরাজ খলিফা এবং নগরকান্দা নারী শ্রমজীবী সমিতির কোষাধ্যক্ষ রহিমা আক্তারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায় শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ