বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর -৪ এ শিল্পায়ন ও কর্মসংস্থান হবে, শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের সদরপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বৃহস্পতিবার দুই অক্টোবর দুপুরে সদরপুর কাঠপট্টি তে অবস্থিত বিএনপি'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদরপুর প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম। সত্য সংবাদ পরিবেশন করে সাংবাদিকরা জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরেন। বিএনপি সব সময় সাংবাদিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় বিশ্বাসী।”
তিনি আরও বলেন, “সদরপুরে সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও নিরলসভাবে কাজ করছেন। তাদের সাহসী ভূমিকার কারণে গণমানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যা জাতীয় পর্যায়ে পৌঁছাচ্ছে। ভবিষ্যতেও বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে সাংবাদিকদের ভূমিকা আরও শক্তিশালী করা দরকার। তারা রাজনৈতিক নেতাদের কাছ থেকে তথ্য প্রদানে স্বচ্ছতা ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে সদরপুরের বিভিন্ন স্থানীয় সমস্যা, পদ্মা নদী ভাঙন, কৃষকের সংকট এবং উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বলেন, সাংবাদিকদের সাথে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন একটি ইতিবাচক উদ্যোগ, যা দল ও গণমাধ্যমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।
অনুষ্ঠান শেষে শহিদুল ইসলাম খান বাবুল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের কলমই সত্য ও ন্যায়ের প্রতীক। আমরা বিশ্বাস করি, আপনারাই পারেন জনগণের দুঃখ-দুর্দশা জাতির সামনে তুলে ধরতে। সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের যৌথ প্রচেষ্টায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
What's Your Reaction?






