মহম্মদপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন নিতাই রায় চৌধুরী

শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বৃহস্পতিবার উপজেলার নহাটা, বিনোদপুর, রাজাপুর, পলাশবাড়ীয়া ও বাবুখালী ইউনিয়নের পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজা উদযাপনের সাথে উৎসবের সার্বিক দিক নিয়ে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হোক এ কামনা করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, ড. রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বিল্লাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য শুভকামনা জানান।
What's Your Reaction?






