রাণীনগরে যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার, পাঁচ কারবারী আটক

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Oct 2, 2025 - 18:14
 0  19
রাণীনগরে যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার, পাঁচ কারবারী আটক

নওগাঁর রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযান চালিয়ে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাঁচজনকে আটক করে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও স্বল্পমেয়াদি কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী এলাকার চকাদিন হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, পূজাকে ঘিরে ওই এলাকায় রমরমা মাদক ব্যবসার খবর পেয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নরেন চন্দ্র শীল (৫০), সাধন সরকার (৪৫) ও অজিত চন্দ্র শাখারী (৬৫)–কে ৩০০ টাকা অর্থদণ্ড ও একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া রকি কুমার শাখারী (২৭) ও নীল কমল চন্দ্র শাখারী (৩০)–কে নিয়মিত মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহাবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, রাণীনগরে মাদক ব্যবসা প্রতিহত করতে আগামীতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow