আলফাডাঙ্গায় থানার উদ্যোগে দিনব্যাপী পুলিশের সতর্ক মহড়া
জনগণের নিরাপত্তায় আমরা আছি এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী সতর্ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জনগণের জানমাল রক্ষায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়ায় নেতৃত্ব দেন আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন।
তার নেতৃত্বে ২০-২৫ জন পুলিশ সদস্য উপজেলা জুড়ে টহল ও মহড়ায় অংশগ্রহণ করেন।
মহড়ার অংশ হিসেবে থানার পুলিশ সদস্যরা আলফাডাঙ্গা বাজার, গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল স্থান ও গ্রামীণ এলাকায় টহল দেন।
এ সময় তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা কামনা করেন।
এসআই লিয়াকত হোসেন বলেন,আলফাডাঙ্গা থানা পুলিশ ২৪ ঘণ্টা জনগণের জানমালের নিরাপত্তায় বদ্ধপরিকর। আমাদের এই মহড়ার উদ্দেশ্য হলোযে কোনো অপরাধমূলক কার্য প্রতিরোধ করা ও জনগণের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।
মহড়ায় থানার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে জানান স্থানীয়রা।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ