বোয়ালমারীতে দুর্নীতি প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বোয়ালমারী পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান। এ সময় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সাংবাদিক ও এডভোকেট কুরবান আলী, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, ইউ.জি.আই.পি প্রকল্পের কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বিপ্লব বিশ্বাস।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসা. আজমিরী খাতুন।
বোয়ালমারীতে “সফল জননী” হিসেবে ‘অদম্য নারী সম্মাননা’ পুরস্কার প্রদান করা হয় সাংবাদিক ও কবি নাজমুল হক নজিরের সহধর্মিণী জাহানারা বেগমের হাতে। এছাড়া আরও তিন নারী তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ