আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীর পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা পি.এম কামরুজ্জামান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, "নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে নারীরা ডিজিটাল মাধ্যমে নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নারীর জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে হবে।"
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাথী আক্তার, নাজমুন নাহার, শেফালী রাণী সূত্রধর, চাম্পা বিবি ও ছালমা বেগমকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ