নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালেই উপজেলা হল রুমে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য রোজী আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়দেব কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজি নিমেরী, কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দও, উপজেলা একাডেমি ইরা গো স্বামী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টু।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দুর্নীতির কুফল, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, স্কুলভিত্তিক সততা কমিটি সক্রিয়করণ, অনিয়ম বিরোধী মনিটরিং জোরদারসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্ত্যত, অতিথিরা সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য সম্মিলিতভাবে প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ