সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jan 1, 2026 - 15:23
 0  3
সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

‎ফরিদপুরের সদরপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সদরপুর উপজেলা মডেল জামে মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজ মো: রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন এবং বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি ও সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

‎বক্তারা বলেন, শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow