অবৈধভাবে বালু উত্তোলন, অভিযানে ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস
ফরিদপুরের সদরপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে বালুখেকো ব্যবসায়ীরা। খবর পেয়ে সদরপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ ড্রেজারে অভিযান পরিচালনা করেন।
১৫ ডিসেম্বর সোমবার বিকেলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে সদরপুর উপজেলার
আকোটের চর ইউনিয়নের ধোপাডাঙ্গী ও ভাষানচর ইউনিয়নের নলেরটেক গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম প্রিয়া।
সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম প্রিয়া বলেন,
ধোপাডাঙ্গীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আনুমানিক ১৫০০ ফুট লম্বা পাইপ দিয়ে নলেরটেক পর্যন্ত বালু নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে পাইপ কেটে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ