শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।
আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সংগঠনের জেলা আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্যসচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান সজল এবং সদস্য জিল্লুর রহমানসহ অন্যান্য নেতারা। বক্তারা শরীফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—সে যেই হোক না কেন। তাঁরা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, দেশে পুনরায় হত্যার রাজনীতি শুরু হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়ংকর।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ