ফরিদপুরে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 23, 2025 - 23:16
 0  4
ফরিদপুরে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণ ক্যাম্পেইন ২০২৫’ সফল করতে ফরিদপুরে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফরিদপুর শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় লিড ব্যাংক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও খুলনা জোন প্রধান মো. কামরুল বারী ইমামী।

গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মুখপাত্র ও অতিরিক্ত পরিচালক সাদিয়া খানম, যুগ্ম পরিচালক মিতালি বসাক ও জুয়েল মজুমদার। এ ছাড়া সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের ইভিপি মো. মোশাররফ হোসেন এবং ফরিদপুর শাখার এসভিপি ও শাখা প্রধান এ কে এম দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

আইটি নির্দেশনা প্রদানের জন্য সভায় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান কাজী মো. ইসমাইল, এভিপি এবং ডিজিটাল সার্ভিস ডিভিশনের প্রধান মো. ওসমান গনি, এভিপি। সভায় ফরিদপুর অঞ্চলের বাংলা কিউআর-অধিভুক্ত ১৭টি ব্যাংকের আঞ্চলিক ও শাখা প্রধানগণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ অক্টোবর ফরিদপুর অঞ্চলে বাংলা কিউআর মার্চেন্ট ও সংশ্লিষ্ট ব্যাংকের সমন্বয়ে রোডশো, সেমিনার এবং ক্যাম্পেইনের আয়োজন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সময় ক্যাশলেস বাংলাদেশ গঠন পরিকল্পনা নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ভিডিও ও নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow