কাউখালী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 23, 2025 - 23:19
 0  7
কাউখালী সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী কলেজ শাখার আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান কাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এইচ.এম দ্বীন মোহাম্মদ।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক আল মাহমুদ সুমন এবং বিশেষ বক্তা ছিলেন ছাত্রদলের উপজেলা শাখার সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের হাতে এসময় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow