মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে কাউখালীতে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলায় আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে এক জনসচেতনতামূলক ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার।
সভায় আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্য কর্মকর্তারা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার এবং সম্মিলিতভাবে এই অভিযান সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। জাতীয় সম্পদ ইলিশের প্রাচুর্য বৃদ্ধিতে এই অভিযানের সফল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।
What's Your Reaction?






