মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষে অর্থিক অনুদান

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Sep 25, 2025 - 17:39
 0  5
মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে তারেক রহমানের পক্ষে অর্থিক অনুদান

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ. আর. মামুন খান ব্যক্তিগত উদ্যোগে এই মহৎ কাজটি সম্পন্ন করেন।

বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি পূজা মন্ডপের সভাপতির হাতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কে. এম. হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুদান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন, "এই মহতী উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এই আর্থিক অনুদান আমাদের পূজোর আয়োজনে কিছুটা হলেও স্বস্তি দেবে।"

অনুদান প্রদানকালে এ. আর. মামুন খান বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি এবং আমার দল সব সময় আপনাদের পাশে আছি ও থাকব।" এই আয়োজনটি এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow