পিরোজপুরে এসডিএফের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এই কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফের জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন। কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন এসডিএফের জেলা আইসিটি কর্মকর্তা এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডা. দিশানী মন্ডল।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. রমজান আলী এবং ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খাঁন মো. নাসির উদ্দীন।
এছাড়াও, এসডিএফের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বারোপ করা হয়।
What's Your Reaction?






