পিরোজপুর আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 3, 2025 - 15:37
 0  4
পিরোজপুর আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী ও আগত গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।

অএ কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস ও জেলা সেচ্ছাসেবদল দলের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও বই দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,অত্র আফতাবউদ্দিন কলেজ শিক্ষার প্রসারে ও মানসম্মত শিক্ষা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে  আসছে। তিনি নবীনদের উদ্দেশ্য করে বলেন আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলী সম্পন্ন শিক্ষা ব্যবস্থাই তোমাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সে ব্যাপারে সকলকে তৎপর হতে হবে এবং প্রকৃত  শিক্ষা অর্জন করে দেশ ও জনগণের কল্যাণ কাজ করবে তবে শিক্ষা গ্রহণ সফল ও সার্থক হবে। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow