ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিচলিত নই, ধৈর্য্যে বিশ্বাসী: মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 20, 2025 - 17:58
 0  4
ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিচলিত নই, ধৈর্য্যে বিশ্বাসী: মাসুদ সাঈদী

"আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যে মামলায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় জেল খেটেছেন এবং সর্বশেষ চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে," শনিবার (২০ সেপ্টেম্বর) পিরোজপুরের ইন্দুরকানীতে এক ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে এমন মন্তব্য করেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। তিনি জোর দিয়ে বলেন, "ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে আমরা বিচলিত নই, ধৈর্য ধারণের নীতিতে বিশ্বাসী।"

সকাল ১০টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মাসুদ সাঈদী তার পিতার রাজনৈতিক জীবনের ঘাত-প্রতিঘাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, "তিনি ন্যায়ের পথে থেকে কুচক্রী মহলের ষড়যন্ত্রে বিচলিত হননি, ধৈর্য ধারণ করে সব ষড়যন্ত্র মুখ বুজে সহ্য করে আল্লাহর কাছে বিচারের ভার দিয়ে গেছেন।" তিনি আরও যোগ করেন যে, আল্লাহ এমন বিচার করেছেন যে ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় থেকেও দেশ ছেড়ে পালিয়েছে এবং তাদের ধন-সম্পদ জনগণ ধ্বংস করে দিয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের নির্বাচনের দিন ফলাফল ঘোষণা পর্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ভোটারদের কাছে গিয়ে সত্যকে তুলে ধরতে হবে।" তিনি আশ্বস্ত করেন যে তারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিদেশে সম্পদের পাহাড় গড়ার রাজনীতিতে বিশ্বাসী নন, বরং গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার এবং জনসেবামূলক কাজে বিশ্বাসী।

আল্লামা সাঈদী ও তার সন্তান এক নয়, এমন সমালোচনার জবাবে মাসুদ সাঈদী বলেন, "শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যেমন এক নয়, তেমনি আমার পিতা ও আমি এক না হলেও, আমার পিতা জীবনে কোনো দুর্নীতি করেননি।" তিনি নিজের পাঁচ বছরের উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, "আমিও বিন্দু পরিমাণ দুর্নীতির কাজে নিজেকে জড়াইনি, সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকেছি।" তিনি নির্বাচিত হলে পিতার আদর্শ অনুসরণ করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন।

১নং পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: ফারুক হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন এবং সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow