আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলামের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 3, 2025 - 14:27
 0  3
আত্রাইয়ে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলামের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম-এর বিশেষ উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার (৩রা নভেম্বর) এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার সকাল ৯ টা থেকে ইউনিয়নের বিপুল সংখ্যক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয়দের সুবিধার কথা চিন্তা করে ইউপি চেয়ারম্যান ঘোষণা করেছেন এখন থেকে নিয়মিত প্রতি সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হবে।

​এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতাল-এর স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মো. জাকারিয়া আরাফাত। তিনি ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে, এমবিবিএস, ডিএ (এনেস্থিসিয়া ও পেইন মেডিসিন), সিসিডি (ডায়াবেটিস), পিজিটি (মেডিসিন), পিজিটি ডিপ্লোমা ইন ডায়াবেটোলজি, ডিএমইউ (অ্যাডভান্স আলট্রাসনোগ্রাফি এন্ড কালার ডপলার)।

​ডাঃ মো. জাকারিয়া আরাফাত উপস্থিত রোগীদের দেখে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এখানে এসে এত বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অনেক সময় অর্থের অভাবে বা দূরত্বের কারণে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে না। 

চেয়ারম্যান খবিরুল ইসলামের এই নিয়মিত উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ক্যাম্পের মাধ্যমে পাঁচুপুর ইউনিয়নের মানুষ প্রতি সপ্তাহে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা বিনামূল্যে পাবেন এবং সুস্থ জীবন যাপন করতে পারবেন।

​ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, জনগণের সেবা করাই জনপ্রতিনিধির মূল কাজ। আমার ইউনিয়নের মানুষ যাতে সুস্থ থাকে, সেই লক্ষ্যেই ডাঃ জাকারিয়া আরাফাত-এর মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এই উদ্যোগ নিয়েছি। 

আলহামদুলিল্লাহ, প্রথম দিনেই বিপুল পরিমাণ রোগীর উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। এখন থেকে নিয়মিত প্রতি সোমবার আমাদের এই কার্যক্রম চলবে। আমি আশা করি, সমাজের বিত্তবান ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসে আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও সহায়তা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow