নওগাঁর আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 30, 2025 - 18:12
 0  3
নওগাঁর আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শিক্ষার্থীদের চোখে-মুখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, হাতে প্রশংসার ক্রেস্ট আর কাঁধে নতুন উপহারের ব্যাগ—এমনই এক আনন্দঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে নওগাঁর আত্রাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামটি হয়ে ওঠেছিল মেধাবীদের এক মিলনমেলায়। এই কৃতী সন্তানদের সাফল্যকে উদযাপন করতে এবং তাদের ভবিষ্যৎ যাত্রায় উৎসাহিত করতে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাকিবুল হাসান বলেন, "তোমাদের এই সাফল্য শুধু নিজেদের নয়, এটি পুরো সমাজ ও দেশের জন্য গর্বের বিষয়। তবে এখানেই থেমে গেলে চলবে না। এই অর্জনকে ধরে রেখে भविष्यে আরও বড় সাফল্য পেতে হলে মেধা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই।" তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, "আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের মেধা ও পরিশ্রমকে আরও বিকশিত করতে ইউনিয়ন পরিষদ সবসময় পাশে থাকবে। তোমাদের সাফল্য আমাদের ইউনিয়ন ও উপজেলার গৌরব।"

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী রিয়া মনি এবং শলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনোয়ার হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ১১৩ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি করে ব্যাগ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow