ফরিদপুরে ‌ শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বীর উত্তমের ৪৯ তম ‌ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 30, 2025 - 21:26
 0  1
ফরিদপুরে ‌ শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল তাহের  বীর উত্তমের ৪৯ তম ‌ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের বীর উত্তমকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জোর দাবি উঠেছে ফরিদপুর থেকে। তার ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বিগত সরকারগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করে এই দাবি জানান। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের সড়ক প্রদক্ষিণ করে।

বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক, যিনি একটি সমাজতান্ত্রিক, শোষণ ও অপরাধমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি চেয়েছিলেন দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

বক্তারা গত ১৫ বছরের শাসনের সমালোচনা করে বলেন, "বিগত সরকার এই মহান মুক্তিযোদ্ধাকে কোনো রাষ্ট্রীয় মর্যাদা দেয়নি। আমরা চাই শহীদ কর্নেল তাহেরকে তার প্রাপ্য সম্মান দেওয়া হোক।"

সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর ইয়াহইয়া মিলন, বাংলাদেশ জাসদের কৃষি বিষয়ক সম্পাদক সাইদ মেম্বার, শহর শাখার সভাপতি মোহাম্মদ আলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কর্নেল তাহেরকে হত্যার মধ্য দিয়ে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। দেশের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের মহিম স্কুল মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের গেটের সামনে এসে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow