বেইলি ব্রিজে হকার উচ্ছেদ, যানজটমুক্ত চলাচলের উদ্যোগ

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে ফরিদপুর শহরের ব্যস্ততম বেইলি ব্রিজটি সোমবার (৫ মে) সন্ধ্যায় যানজটমুক্ত করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ অভিযানে ব্রিজের ওপর থেকে হকারদের উচ্ছেদ করা হয় এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, এসআই রেজাউল ও অন্যান্য পুলিশ সদস্যরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাভলু, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খানসহ কমিটির অন্যান্য সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজের দুই পাশে হকার ও ভ্রাম্যমাণ দোকানদাররা দখল করে রাখায় সাধারণ জনগণ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। পথচারীদের অভিযোগ, হকারদের দখল, বেওয়ারিশ কুকুর এবং নিরাপত্তার অভাবের কারণে প্রায়ই পকেটমারি ও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটত। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, "যদি নিয়মিত তদারকি ও হকার উচ্ছেদ কার্যক্রম চালানো হয়, তাহলে এই গুরুত্বপূর্ণ ব্রিজে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।"
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের স্বার্থে ব্রিজটিকে যানজটমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সচেতন মহল ব্রিজটির জরুরি ভিত্তিতে সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ব্রিজটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, যা প্রাণহানির কারণও হতে পারে।
What's Your Reaction?






